সর্বশেষ

» কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি গোলাম দস্তগীরের মতবিনিময়

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০২৩ | রবিবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিয় করেছেন।গতকাল শনিবার (৪ ফেব্রæয়ারী) রাত ৯টায় তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম। থানার সেকেন্ড অফিসার এস.আই সোহেল মাহমুদের পরিচালনায় থানার নবাগত ওসি গোলাম দস্তগীর আহমেদ কানাইঘাটের দায়িত্ব পালনকালীন সময়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ ও সাংবাদিক একে অন্যের পরিপূরক। আইন শৃংখলার উন্নয়নে সাংবাদিকরা বড় ধরনের ভ‚মিকা পালন করে থাকেন।তিনি আরো বলেন, এখানে আমি সদ্য যোগদান করেছি। এর পূর্বে আমি কানাইঘাট থানার পাশর্^বর্তী জৈন্তাপুর মডেল থানায় ২২ মাস ওসির দায়িত্ব পালনকালীন সময়ে স্থানীয় সাংবাদিকরা আমাকে প্রতিটি কাজে সহযোগিতা করেছেন। কানাইঘাট কে শান্তির জনপদে পরিনত করতে এবং পুলিশি সেবা তাৎক্ষনিক জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়া হবে আমার প্রথম কাজ। চুরি-ডাকাতি, মাদকদ্রব্য, জঙ্গিবাদ, গুজব সৃষ্টিকারী, সন্ত্রাসী, অপরাধী, সকল প্রকার জুয়া, অসামাজিক কার্যকলাপ, ইভটিজিং, চোরাচালান, প্রতিরোধে জিরো টলারেন্স গ্রহন করা হবে বলে তিনি জানান।থানায় ভ‚ক্তভোগী ও নির্যাতিতরা যাতে করে তাৎক্ষনিক কোন ধরনের হয়রানী ছাড়া পুলিশি সেবা পান সেই উদ্যোগ গ্রহন করা হবে। কোন ধরনের অন্যায় কর্মকান্ডকে থানায় প্রশ্রয় দেওয়া হবে না। এজন্য তিনি সাংবাদিক সহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।মতবিনিময় সভায় কানাইঘাটের শান্তি স¤প্রীতি বজায় রাখা সহ আইন-শৃঙখলার উন্নয়ন, অপরাধ মূলক তৎপরতা প্রতিরোধে বস্তু-নিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশ প্রশাসন কে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।এছাড়াও সাংবাদিকবৃন্দ আরো বলেন, কানাইঘাটের মানুষ অত্যন্ত শান্তি প্রিয় ও ধর্মপ্রাণ। এখানে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ রয়েছে। তারা প্রতিটি কাজে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে থাকেন। থানায় আগত ভুক্তভোগীদের পুলিশি সেবা প্রদানের পাশাপাশি প্রবাসীদের দ্রæত সময়ের মধ্যে কোন ধরনের হয়রানী ছাড়াই পুলিশ ক্লিয়ারেন্স প্রদান, প্রবাসীদের সেবার ক্ষেত্রে অগ্রাধিকার, চোরাচালান-মাদক প্রতিরোধ ও জনসাধারণের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে নবাগত ওসি গোলাম দস্তগীর আহমেদ প্রতি আহŸান জানান।মতবিনিময়কালে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক ও স্বাধীন বাংলার সিলেটের ব্যুারো চিফ সিনিয়র সাংবাদিক এম.এ হান্নান, ক্লাবের বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ।এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, কোষাধ্যক্ষ মিছবাহুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাউহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ অনুপ, সদস্য মাহফুজ সিদ্দিকী, জয়নাল আজাদ, হাফিজ আহমদ সুজন, সহযোগী সদস্য মুফিজুর রহমান নাহিদ।
প্রসঙ্গত যে, বদলী জনিত কারনে জৈন্তাপুর মডেল থানা থেকে গত ২৭ জানুয়ারী কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হিসাবে গোলাম দস্তগীর আহমেদ যোগদান করেন। তার গ্রামের বাড়ী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষ্যা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031