সর্বশেষ

» সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির পূর্ণাঙ্গ কার্যকারী কমিটি গঠন, সভাপতি নাসিম, সম্পাদক ছাব্বির

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০২৩ | রবিবার

চেম্বার ডেস্ক::  সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মোঃ নাসিম হোসাইনকে সভাপতি এবং অধ্যাপক সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল মুকিত-কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ঘোষণা করা হয় ।
গত ৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সমিতির সভাপতি মোঃ নাসিম হোসাইন সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডভোকেট রাজ উদ্দিন, আ ন ম ওয়াহিদ কনা মিয়া, এডভোকেট মোজাক্কির হোসেন কামালি, প্রফেসর ড. তোফায়েল আহমদ, অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস আহমেদ, ড. মুশতাক আহমদ, অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, অধ্যাপক দিলোয়ার হোসেন বাবর, অধ্যাপক লেঃ মোঃ মনিরুল ইসলাম, এস এম আব্দুল হাই পীর, সৈয়দ বদরুল আলম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আব্দুল মুকিত, মোঃ সাখাওয়াত হোসেন আজাত, সৈয়দ নেছার আহমদ, পিযুষ পুরকারস্থ টিটু, মোঃ আব্দুল হক, মোঃ সামছুল হুদা জালাল, জিয়াউল হক, এডভোকেট মোঃ আবুল কাসেম, নাদিরা সুলতানা, মিজানুর রহমান, আতিকুর রেজা চৌধুরী, মুক্তাদির আহমদ মুক্তা, অধ্যাপক খছরুজ্জামান, রকিব উল্লাহ, সৈয়দ আব্দুল হাফিজ, মোঃ শমসের আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হচ্ছেন- ব্যারিষ্টার মোহাম্মদ আরশ আলী, লেঃ কর্নেল মোঃ আতাউর রহমান পীর, প্রফেসর ড. রমা বিজয় সরকার, মোঃ আতাউর রহমান, প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম, অধ্যাপক আহবাব খান, এডভোকেট মোঃ আলী আজগর।
সভায় বনভোজন ও আগামী রমজানে ইফতার মাহফিল কে সফল করার লক্ষে ২টি উপ-কমিটি গঠন করা হয়। বনভোজন উপ-কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল মুকিত, সদস্যবৃন্দ হলেন অধ্যাপক লেঃ মোঃ মনিরুল ইসলাম, মোঃ সাকাওয়াত হোসেন আজাদ, মোঃ আতিকুর রেজা চৌধুরী এবং ইফতার মাহফিলের আহ্বায়ক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সদস্যবৃন্দ হলেন, এস এম আব্দুল হাই পীর, সৈয়দ বদরুল আলম, মোঃ নিজাম উদ্দিন, সৈয়দ নেছার আহমদ।
সভায় বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে সকল সদস্যবৃন্দ স্ব স্ব অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728