৩৮ বছরের ইমামতি শেষে বিশ্বনাথের মসজিদ থেকে বিদায় নিলেন কানাইঘাটের নুর উদ্দিন
চেম্বার প্রতিবেদক:: দেশের প্রতিটি মসজিদেই ইমাম নিয়োগ দেয়া হয়ে থাকে। প্রায় মসজিদে দেখা যায় ২ বা ৩ বছর পর পর ইমাম পরিবর্তন করে নিতে। কিন্তু কোন ইমাম যদি একটানা ৩৮ বছর ইমামতি করেন সেটা কি চাট্রিখানি কথা?
কিন্তু কঠিন ও চ্যালেঞ্জিং কাজটি করলেন সিলেটের কানাইঘাট উপজেলার ৩ নং দিঘীরপার পূর্ব ইউপির ধনমাইরমাটি গ্রামের মাওলানা নুর উদ্দিন। তিনি
সফলতার সঙ্গে ৩৮ বছর ইমামতি শেষে বর্ণাঢ্য বিদায় নিলেন তাঁর প্রিয় মসজিদ থেকে।
দীর্ঘ এ সময় তিনি ইমামতি করেছেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আতাপুর জামে মসজিদে। শেষ সময়ে তাকে বিদায় জানাতে উপস্থিত হন মহল্লাবাসী।
এ সময় মাওলানা নুর উদ্দিনের বর্ণাঢ্য ইমামতি জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মহল্লাবাসী ।
বিদায় বেলায় জামে মসজিদের শত শত মুসল্লিদের ভালোবাসায় সিক্ত হন এই গুণী ইমাম।
তাকে বিদায় উপলক্ষে গ্রামবাসি সবাই মিলে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান করে প্রিয় ইমামকে সংবর্ধনা দেয় এবং সাথে লক্ষাধিক টাকা হাদিয়া প্রদান করা হয়।