সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শনে প্রফেসর ড. মোঃ মশিউর রহমান
চেম্বার ডেস্ক:: সিলেটের সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোঃ মশিউর রহমান। গতকাল ২১ জানুয়ারি শনিবার সকালে নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্সে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সহ সীমান্তিকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে মুগ্ধ ও সন্তোষ প্রকাশ করেন প্রফেসর ড. মোঃ মশিউর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প: ও উ:) সুমন চক্রবর্তী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাবাসসুম আমিনা, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদার, উপাধ্যক্ষ মাসুমা আক্তার, সহকারী অধ্যাপক মোঃ জয়নাল আবেদিন, কো-অর্ডিনেটর হারুন রশিদ, প্রভাষক যথাক্রমে শংকরি মালাকার, শফিউল আলম, স্বর্ণা পুরকায়স্থ, শিল্পী রানী দেব, কান্তা নন্দি সিনহা, রাশেদা আক্তার, হেলেনা আক্তার, মুনিম মোহাম্মদ, মিথিলা রায়, আফসানা পারভীন লিনা, স্বপ্না আক্তার, কংকন আচার্য্য, লিনা আক্তার, অফিস সহকারী মোঃ মাহফুজ আহমদ প্রমুখ।
পরিদর্শন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোঃ মশিউর রহমান-কে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদার সহ কলেজের প্রভাষকবৃন্দ।