সর্বশেষ

» কুলাউড়া সিরাজনগর চা বাগানে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২৩ | বুধবার

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে
শেখ হাসিনা সরকার আন্তরিক
—-শফিউল আলম চৌধুরী নাদেল

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, চা শিল্পের প্রসার ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আওয়ামী লীগের চেয়ে আরো কারো অবদান নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে শ্রমিকদের কল্যাণ ও চা বোর্ডের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করেন। তিনি চা বোর্ডের নিজস্ব ভবন নির্মাণের জন্য রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় শূন্য দশমিক ৩৭১২ একর জমির ব্যবস্থা করেছিলেন। তাঁর দিকনির্দেশনায় উক্ত ভূমিতে চা বোর্ডের প্রধান কার্যালয় ভবন নির্মাণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা বাগান মালিকদের সাথে আলোচনা করে চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি সহ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে চা শ্রমিক সহ দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়।

তিনি বুধবার বিকেলে কুলাউড়া উপজেলার সিরাজনগর চা বাগান কর্তৃপক্ষের উদ্যোগে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চা বাগানের ব্যবস্থাপক শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে অফিস ক্লার্ক নুর মোহাম্মদের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ফ্যাক্টরি ক্লার্ক রাজেশ সরকার সহ চা বাগানের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে চা বাগান শ্রমিকদের সভাপতি অনিল গোয়ালা, সাধারণ সম্পাদক শ্যাম নারায়ণ গড় সহ চা শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্যাম লাল পাশী, রানা মিয়া, বাবুল গৌড়, চন্দ্র মৃধা, রাজু গৌড় ও সত্য বাবু পাশী প্রমুখ। বিজ্ঞপ্তি

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930