সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন
চেম্বার ডেস্ক:: ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২২ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত প্রকৃতিকন্যা জাফলংয়ে মনোরম এ বনভোজন সম্পন্ন হয়।
এদিন সকালের আলো ফুটতেই ধীরে ধীরে বন্দরবাজারের মধুবন মার্কেট সরগরম হতে থাকে অনলাইন প্রেসক্লাব সদস্যদের পদচারণায়। মধুবন সুপার মার্কেট থেকে যাত্রা শুরু হয় সকাল ১০.৩০ মিনিটে। গান-কবিতা আর সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখরিত হয়ে উঠে গাড়ির পরিবেশ। যাত্রার শুরুতেই পরিবেশন করা হয় বাহারী নাস্তা। শাহপরাণ মাজার পাড়ি দিয়ে ছোট্ট একটি চা বিরতি অনুষ্ঠিত হয়। তারপর সম্মিলিত কন্ঠে ‘গাড়ি চলে না/ চলে না/ চলে না রে/, ‘গান গেয়ে আমার মনরে বুঝাই ইত্যাদি গান বেজে উঠে।
জাফলংয়ের বল্লাঘাট থেকে জেলা পুলিশের সহায়তায় অনলাইন প্রেসক্লাবের বনভোজন বাসটি সরাসরি পর্যটনস্পটে নিয়ে যাওয়া হয়। এদিক-সেদিক ছুটোছুটি আর ছবি তুলায় ব্যস্ত হয়ে উঠেন অনেকেই।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহসভাপতি গোলজার আহমদ হেলাল এবং কার্যকরী সদস্য আশীষ দে উঠেন ছোট্ট একটি আরএফএলের নৌকায়। জাফলংয়ের স্বচ্ছ জলে ভাসতে ভাসতে কবি মুহিত চৌধুরী গেয়ে উঠেন ‘ঝিলমিল ঝিলমিল করে রে, ময়ূরপঙ্খী নায়’। অন্যদিকে মকসুদ আহমদ মকসুদ ফিরে যান শৈশবে, নৌকার বৈঠা সার্বক্ষণিক তাঁর হাতেই থাকে।
দুপুরের ভূরিভোজন শেষে পিকনিক উপকমিটির আয়োজনে শুরু হয় র্যাফেল ড্র। পিকনিক উপকমিটির আহ্বায়ক সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিশুর পরিচালায় র্যাফেল ড্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতির বক্তব্যে কবি ও নাট্যকার মুহিত চৌধুরী বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব ডিজিটাল সাংবাদিকতার রোল মডেল। আমাদের ঐক্যবদ্ধ শক্তি সিলেট অনলাইন প্রেসক্লাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এসময় তিনি ক্লাবের অনুপস্থিত এবং উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানান। এবং বিশেষ করে ধন্যবাদ জানান সিলেট জেলা পুলিশ, নিরাপদ সড়ক চাই এবং বনভোজনে বিভিন্নভাবে সহযোগিতা করা অন্যান্য প্রতিষ্ঠানকে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজনের লাইভে বিভিন্ন আপডেট প্রচার করেন কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার। র্যাফেল ড্র এর পুরস্কারপ্রাপ্তরা হলেন- মকসুদ আহমদ মকসুদ, আফরোজ খান, ফাইজা রাফা এবং ফারহান বেগম হেনা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ খান, আব্দুল হাসিব, আবু জাবের, তাসলিমা খানম বিথী, জসিম আহমদ,লোকমান হাফিজ, ডি.এইচ.মান্না, শাহিন আহমদ, জুনায়েদুর রহমান, এম.এ ওয়াহিদ চৌধুরী, আলমগীর, এম.এ হান্নান, মইনুল হাসান আবির প্রমূখ।