জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে ব্রেইল বই বিতরণ
চেম্বার ডেস্ক::
জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল বই উৎসব অনুষ্ঠান ১ জানুয়ারি রবিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জিডিএফ এর সহ-সভাপতি এ এইচ এম ইসরাইল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুনিল চন্দ্র দাস, কন্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস, নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জাবেদ ভাই বন্ধু মহলের বন্ধু সৈয়দ মাহমুদুল হক, ডিকেফ এর মহাসচিব অমিয় চক্রবর্তী।
জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁনের স্বাগত বক্তব্যে মাধ্যমে সুচিত অনুষ্ঠান পরিচালনা করেণ জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদ। উপস্থিত ছিলেন অভিভাবক আব্দুল কুদ্দুস তালুকদার, শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াসমিন, শিক্ষক সালাম মিয়া, সুপার ভাইজার রায়হান খান সহ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে জিডিএফ’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সুনিল চন্দ্র দাস ও কন্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাসকে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়।
বই উৎসব অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন বছরের প্রথম দিনে সুস্থসবল শিক্ষার্থীদের সাথে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও ব্রেইল বই পেয়ে উল্লাসে মেতে উঠেছে। প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বই হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত। বক্তারা নতুন বই যত্ন সহকারে রাখার পাশাপাশি মনোযোগী হয়ে লেখাপড়া করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।