সর্বশেষ

» সিলেট ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক:: সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এস এফ বি ক্বোরআনের আলো সিলেট জেলা ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইনাল অডিশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩০ ডিসেম্বর শুক্রবার রাতে দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ.বি.এম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু বকর।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী এ.কে.এম আতাউল করিম, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব কাপ্তান হোসেন, উপদেষ্টা এডভোকেট রেজাউল করিম, উপদেষ্টা ডাঃ আরমান আহমদ শিপলু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনে উপদেষ্টা মাওলানা মুহিবুল হক গাছবাড়ী, শায়খুল হাদিস আব্দুল মতিন ধনপুরী মাওলানা আসজাদ আহমদ, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম, হাফিজ আব্দুস শহিদ।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ, সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা আহসান হাবিব দবির, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক জুম্মা, মাওলানা জালাল উদ্দিন, রশিদ আহমদ, উজ্জল আহমদ, সালমান আহমদ, রফিক আহমদ, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা এম এ রহিম মাওলানা আখলাক আহমদ প্রমুখ।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা চারখাই বিয়ানীবাজারের হাফিজ রামিম আহমদ-কে ১ম পুরস্কার ৫০ হাজার টাকা, ২য় স্থান অর্জনকারী জামেয়া রাহমানিয়া আলী নগরের হাফিজ সাফয়ান বিন হোসাইন-কে ২য় পুরস্কার ৩০ হাজার টাকা, ৩য় স্থান অর্জনকারী জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ এয়ারপোর্ট সিলেটের হাফিজ মাজিদ আহমদ-কে ৩য় পুরস্কার ২০ হাজার টাকা, ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা করে, ১১ থেকে ৩৬তম স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা করে নগদ প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল হাফিজকে পবিত্র কুরআন মাজিদ, সনদ, রেহাল ও বই প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, কুরআন এর পাখি হাফিজদের মেধার বিকাশ ও প্রতিভা অর্জনে হিফজুল কুরআন প্রতিযোগিতার বিকল্প নেই। প্রতিযোগিতার মাধ্যমে হাফিজদের বিশুদ্ধ তেলাওয়াত চর্চার পাশাপাশি মধুর কণ্ঠের উন্নতি ঘটে। বক্তারা সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে জেলাব্যাপী মেধাবী হাফিজগণকে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে সুন্দর আয়োজন উপহার দেয়া প্রশংসনীয়। বক্তারা এই ফাউন্ডেশনের মত অন্যান্য সংগঠনগুলোকে কুরআনের পাখিদের উৎসাহিত করতে এগিয়ে আসার আহবান জানান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031