সর্বশেষ

» বিশ্বকাপ বাছাই পর্ব: আর্জেন্টিনার দল ঘোষণা

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০২০ | শুক্রবার

চেম্বার ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা করা হয়েছে। আগামী অক্টোবরের ৮ তারিখ ইকুয়েডর ও ১৩ তারিখ বলিভিয়ার বিপক্ষে লড়বে দক্ষিণ আমেরিকার দেশটি।

ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টালে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ দুটি গেল মার্চে হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে দেয়া হয়।

অক্টোবরের ৮ তারিখ ইকুয়েডর ও ১৩ তারিখ বলিভিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে সার্ভিস দিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে হবে মেসিকে। তাই আসন্ন এল ক্লাসিকো তথা বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধের ম্যাচে দেখা যাবে না ছয়বারের ব্যালন ডি অ’র জয়ীকে।

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো, জুয়ান মুসো, নিকোলাস ডমিনগুয়েজ, আগুস্টিন মার্কুসিন, লিওনেল মেসি, জুয়ান ফয়েথ, রেনজো সারাভিয়া, জার্মান পেজ্জেল্লা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, নিহুয়েন পেরেজ, ওয়ালটার কান্নেমান, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আক্যুনা, ফাকুন্দো মেডিনা, লেয়ান্দ্রো পেরেদেস, গুইডো রদ্রিগজ, রড্রিগো ডি পল, এক্সেকুয়েল পালাচিওস, পাওলো ডিবালা, লুকাস ওকাম্পোস, নিকোলাস গঞ্জালেজ, অ্যালেক্সিস ম্যাক, আলেজান্দ্রো গোমেজ, জোয়াকুইন কোরেয়া, লুকাস আলারিও, লাউতারো মার্টিনেজ, জিওভানি সিমেওন ও ক্রিস্টিয়ান পাবন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031