কানাইঘাটে ঝিংগাবাড়ী স্ট্যান্ডার্ড একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাটে ঝিংগাবাড়ী স্ট্যান্ডার্ড একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকালে একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়। একাডেমীর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মালিক চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কে.এম শাহিদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল খালিক মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা লুৎফুর রহমান চৌধুরী সাবের, সিলেট অনলাইন প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারী তাওহীদুল ইসলাম, ঝিংগাবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির।
স্বাগত বক্তব্য রাখেন একাডেমির শিক্ষক ইয়াহিয়া আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন তালবাড়ী জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ইমরান আহমদ, কানাইঘাট পুবালী ব্যাংকের অফিসার আবু বকর।
সভায় বক্তারা বলেন, ঝিংগাবাড়ী স্ট্যান্ডার্ড একাডেমি মাত্র ৭ বছরে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্টান হিসেবে নিজেদেরকে সুধিজনের কাছে তুলে ধরতে পেরেছে। একাডেমির পড়ালেখার মান অত্যন্ত সন্তোষজনক।
বক্তারা, ঝিংগাবাড়ী স্ট্যান্ডার্ড একাডেমি এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।