এসএসসি উত্তীর্ণদের নিয়ে বিশ্বম্ভরপুরে ব্যতিক্রমী মোটিভেশনাল প্রোগ্রাম সম্পন্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি : এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী মোটিভেশনাল ও পরামর্শমূলক প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। শনিবার বিশ্বম্ভরপুর ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত প্রোগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ২০ জনসহ এসএসসি উত্তীর্ণ ৭০ মেধাবী শিক্ষার্থী অংশ নেন। বিশ্বম্ভরপুর উন্নয়ন ফোরাম (বিউফো) আয়োজিত অনুষ্ঠানে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর আছমত পাবলিক উচ্চ বিদ্যালয়, কাটাখালি পাবলিক উচ্চ বিদ্যালয়, রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে, বিশ্বম্ভরপুর উন্নয়ন ফোরাম (বিউফো) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জালালাবাদ গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আল আমিন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রের গভর্ণমেন্ট অব মিশিগানের ‘ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট এন্ড এনার্জি’র চিফ ইঞ্জিনিয়ার ও ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ইঞ্জিনিয়ার শামীম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন মিয়া, বিশ্বম্ভরপুর থানার ওসি সংকর দাশ। বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উন্নয়ন ফোরাম বিউফো’র হাইস্কুল কর্মসূচি সমন্বয়ক ও বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, বিউফো’র ইংরেজি ভাষা শিক্ষা কর্মসূচি সমন্বয়ক ও ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, বিউফো’র সদস্য ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান জুয়েল, ব্র্যাক কর্মকর্তা আশরাফুল জাকিরীন, প্রতিভা মডেল স্কুলের সহকারী শিক্ষক সাব্বির আহমেদ ও কাটাখালি সানরাইজ একাডেমির প্রতিষ্ঠাতা সালাউদ্দিন শাহীন প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে বিশ্বম্ভরপুর উন্নয়ন ফোরাম বিউফো’র বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত থেকে ভালো কলেজে ভর্তি, বিশ্ববিদ্যালয়/মেডিকেলে ভর্তি, বিদেশে উচ্চশিক্ষাসহ জীবনে সফল হওয়ার বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহ, পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।