ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকরের পিতা হাজী আব্দুল জলিলের দাফন সম্পন্ন
চেম্বার প্রতিবেদক:: সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকরের পিতা প্রবীণ মুরব্বি ও সালিশ ব্যক্তিত্ব হাজী আব্দুল জলিল দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৫ নভেম্বর) বাদ জুম্মা স্থানীয় জংলা বাজারে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানা যায় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে ১১টায় মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এর সেখান থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি পুত্র সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ: প্রবীণ মুরব্বি ও সালিশ ব্যক্তিত্ব হাজী আব্দুল জলিলের মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন। শোক প্রকাশ জ্ঞাপনকারীরা হলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সিলেট জেলা পরিষদের ১৪ নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ,সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবি এপিপি আব্দুছ ছাত্তার, সিলেট অনলাইন প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক তাওহীদুল ইসলাম প্রমুখ।