গণসমাবেশ সফল করতে নগরীতে বিএনপি অঙ্গ-সংগঠনের প্রচার মিছিল
ডেস্ক রিপোর্ট : ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে নগরীতে বিশাল প্রচার মিছিল করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে বিএনপি নেতা ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান সহ নেতৃবৃন্দ নগরীর রেজিষ্টারী মাঠ থেকে প্রচার মিছিল শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে অংশ নেন ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা ও এম এ হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে থেকে আবু আহমেদ আনসারী, বেলায়েত হোসেন মোহন, কাজী মেরাজ, সাহিদুল হক সুহেল, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, আব্দুস সালাম পিন্টু, দুলাল আহমদ, সাইফুল ইসলাম সেফুল, তসির আলী, বেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা জেহিন আহমেদ, মাওলানা মনির হোসেন, ফয়সল আহমেদ, আক্তার হোসেন, মুমিনুল হক রাহী, উসমান গনী, আব্দুল্লাহ আল-মামুন পারভেজ, দিলু মিয়া, শাহীন আহমেদ, নাজিম উদ্দিন উদ্দিন, সালেহ আহমেদ, সাফিক আহমেদ, তোফায়েল আহমেদ, সিহাব খান, আব্দুল করিম জুনাক, আব্দুস সালাম টিপু, কৃষ্ণ ঘোষ, আজাদুর রহমান, কবির আহমেদ, জাবেদ আহমেদ মুহিত, এনামুল কবির চৌধুরী সোহেল, রুমন আহমেদ, ইমদাদুল হক ইমু, মোক্তার আহমেদ মোক্তার, মাহবুবুল আলম সৌরভ, আদিল আহমেদ রিমন, তারেক মিয়া রিপুন, সোহেল আহমেদ, তাসনিম রহমান চৌধুরী, বিপুল হোসেন, ফয়সাল আহমেদ, নিশাদ বক্স লাহিন, মোহাইমিনুল হক তপু, কামরান উদ্দিন অপু, মাহমুদুল হাসান মাহমুদ, শেখ সুজাত, জুম্মান আহমেদ, আমির হোসেন ও শাহরিয়ার হোসেন আকিব প্রমূখ। বিজ্ঞপ্তি