কানাইঘাটে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,আহত ৩

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার গাছবাড়ী বাজারের জনতা স্টোরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা তানিম আহমদের পরিচালনাধীন ব্যবসা প্রতিষ্ঠান জনতা স্টোরে দীর্ঘদিন থেকে আওয়ামীলীগ নেতা নুরুল হক ও তার সহযোগীরা চাঁদা দাবী করে আসছে। শুক্রবার সকালে দোকান খোলার পর নুরুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন।
চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দোকানে কর্মরতদের উপর হামলা চালায়। হামলায় তানিম আহমদ, ফুয়াদ ও বিলাল উদ্দিন গুরুতর আহত হন। তাদের ডাক-চিৎকারে আশপাশের দোকানদাররা এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যবসায়ী ও ছাত্রদল নেতা তানিম আহমদ অভিযোগ করে এ প্রতিবেদককে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়েই আমাদের দোকানে আওয়ামীলীগ নেতা নুরুল হকের নেতৃত্বে চাদা দাবী ও হামলার ঘটনা ঘটেছে।