/>
সর্বশেষ

» সিলেটে জমকালো আয়োজনে উদযাপিত মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক:: সিলেটে এক জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে মোহনা টেলিভিশনের ১৩ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ জনপ্রতিনিধি, সুধিজন, ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সবাইকে সাথে নিয়ে কেক কাটেন সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন।

মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান এ. এ. চৌধুরী শিপারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেন, গ্রাম-বাংলার মানুষের প্রিয় চ্যানেল হচ্ছে মোহনা টিভি। সবাই আনন্দ পেতে পারে এমন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোহনা টিভির ১৩ বছরে পথচলা আরো সুদীর্ঘ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইমজার সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, চ্যানল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, বাংলা টিভির ক্যামেরা পার্সন এস আলম আলমগীর, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাংগঠনিক সম্পাদক হেনা মমো, আনন্দ টিভির সিলেট প্রতিনিধি টুনু তালুকদার, এখন টিভির সিলেট প্রতিনিধি আবু বকর আল আমিন, মাই টিভির ক্যামেরা পার্সন শাহীন আহমদ, চ্যানেল এস’র  ক্যামেরা পার্সন শামীম হেসাইন সামী, নিউজ২৪ ক্যমেরা পার্সন শফি আহমদ, মোহনা টিভির ক্যামেরা পার্সন শহিদুল ইসলাম সবুজ, দৈনিক দিন প্রতিদিনের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম জনি, আনন্দ টিভির ক্যামেরা পার্সন বিপলু আহমদ, যুবলীগ নেতা জাকিরুল আলম, সেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ রহমান, সমাজ সেবক জসিম উদ্দিন, সেলিম আহমদ সুহান প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্চাসেবকলীগ, বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল সহ বিভিন্ন রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930