সর্বশেষ

» খালেদা জিয়ার মুক্তির প্লেকার্ড হাতে জাতিসংঘের সামনে বিএনপি নেতা সাদেক

প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: জাতিসংঘ সদর দপ্তরের সামনে ও যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্লেকার্ড হাতে দাঁড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আজমল বখত সাদেক।

শুক্রবার (১১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে তিনি এ কর্মসূচী পালন করেন।

এ বিষয়ে তিনি বলেন- ‘আমি পারিবারিক কাজে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সবসময় জাতীয়তাবাদী দলের শক্তি নিয়ে আছি। ইতোমধ্যে আমি বিএনপির চেয়ারপার্সন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ও যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে অবস্থান নিয়েছি। শিগগিরই দেশে ফিরবো এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো।’

তিনি আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত থাকার জন্য অনুরোধ জ্ঞাপন করছেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031