কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বুলবুলকে যুক্তরাষ্ট্রের পেটারসন সিটি মেয়রের সম্মাননা
কানাইঘাট প্রতিনিধি ঃ যুক্তরাষ্ট্রে সফররত ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টেলিভিশন’র সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফকে সমাজসেবা ও সাংবাদিকতায় অবদান রাখায় নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েগ সম্মাননা প্রদান করেছেন।
গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকাল ৬টায় পেটারসন সিটির কার্যালয়ে মেয়র আন্দ্রে সায়েগ সাংবাদিক বুলবুল এর হাতে সম্মাননা পত্র তুলে দেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম কাউন্সিলম্যান এট লার্জ মোঃ ফরিদ উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা আবুল কালাম, মামুন ইমতিয়াজ রসুল, হিমেল চৌধুরী, নাছির আলম, উসমান আহমদ, মোঃ ফরিদ আহমেদ প্রমুখ।
ক্রেষ্ট প্রদানকালে সিটি মেয়র আন্দ্রে সায়েগ বলেন সমাজসেবা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হয়। তিনি সাংবাদিক বুলবুল’র সমাজসেবা মূলক কাজের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রে তাঁকে স্বাগত জানান।
কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দিন বলেন, আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা বাংলাদেশের সুনাম বৃদ্ধি হচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ ও দেশের মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব হবে।
সম্মাননা পেয়ে রোটারিয়ান বুলবুল বলেন, যুক্তরাষ্ট্র সহ বিশে^র বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতক উন্নয়নে যে অবদান রেখে যাচ্ছেন দেশের মানুষ সব-সময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁকে সম্মাননা প্রদান করায় পেটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েগ সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে যুক্তরাষ্ট্রে সফররত ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলকে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে পেটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েগ সম্মাননা প্রদান করায় প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মেয়র আন্দ্রে সায়েগ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।