আলীমুল এহছান চৌধুরী এগ্রিকালচারাল মেশিনারী মেনুফ্যাক্চারার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত
ডেস্ক রিপোর্ট: এগ্রিকালচারাল মেশিনারী মেনুফ্যাক্চারার্স এসোসিয়েশন বাংলাদেশ (AMMA-B)’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ শনিবার সকালে ঢাকাস্থ এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিলেটের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরীকে পূণরায় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মেলনে এসোসিয়েশনের বর্তমান কার্য-নির্বাহী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় পরবর্তী ২ বছর মেয়াদের জন্য নতুন কমিটি এই কমিটি গঠন করা হয়।
সম্মেলনে সহ-সভাপতি পদে সাদিদ জামিল, সেক্রেটারী পদে ওয়ালি উল্লাহ ও কোষাধ্যক্ষ পদে রাফেদুল ইসলামকে নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি