মিশফাক আহমেদ মিশু’র মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
চেম্বার ডেস্ক::
সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ সম্মিলিত নাট্য পরিষদ এর সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
শনিবার (৫ নভেম্বর) এক শোকবার্তায় ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন,মিশফাক আহমেদ চৌধুরী মিশু ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি,সাংস্কৃতিক কর্মকান্ডের বাইরেও তিনি সিলেটের যে কোন সমস্যায় এগিয়ে আসতেন। করোনাকালে তাঁর মানবিক কর্মকান্ড দেশ বিদেশে মানুষের প্রসংসা কুঁড়িয়েছিলো।
প্রেসক্লাব নেতৃদ্বয় বলেন মিশফাক আহমেদ চৌধুরী মিশু’র মুত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।
তারা মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।