গোয়াইনঘাট উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, দেশ ও জাতির কঠিন সময়ে আগামী ২০ নভেম্বর আলিয়া মাদরাসা মাঠে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২০ নভেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশকে সফল করতে গোয়াইনঘাট উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি শুক্রবার গোয়াইনঘাট উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় উপজেলা সদর মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সহ সভাপতি আমজদ বক্স, করিম শিকদার, বশির আহমেদ, আব্দুল মছব্বির, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল। এছাড়া সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা সদর এলাকায় ২০ নভেম্বরের সমাবেশ সফলের লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি