সিলেটে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছাত্রলীগ কর্মী নাইম গুরুতর আহত,থানায় মামলা
স্টাফ রিপোর্টার : সিলেটে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নাইম নামের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। নাইম তুষার গ্রুপের কর্মী। রাহাত তরফদার গ্রুপের কর্মীরা নাইমের উপর আক্রমন করেছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে নগরীর রিকাবীবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নাইম মদন মোহন কলেজের প্রাক্তন ছাত্র এবং ছাত্রলীগ কর্মী। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তিনি মদন মোহন কলেজে যান। সেখান থেকে দুপুর দেড়টার সময় বের হবার পর প্রতিপক্ষরা তাকে আক্রমণ করে। হামলাকারীরা তার মাথাসহ শরীরের কয়েকটি অংশে কোপায়।
নাইমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইমের উপর হামলার ঘটনায় তার পিতা বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন ছালিম আছলাম, জাহাঙ্গীর আলম, এমাদুর রহমান, আফাজুর রহমান, সোহেল আহমদ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ছাত্রলীগ কর্মী নাইমের উপর হামলার ঘটনায় তার পিতা বাদী হয়ে মামলা করেছেন, আমরা আসামীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।