/>
সর্বশেষ

» সেরা অর্গানাইজারের পুরস্কার জিতলো সিলেটের এইচ ডি ইমন

প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: 

জ্যোতি প্রেজেন্ট এমএন মাল্টিমিডিয়া Best Self Reliant Awards 2022 সেরা অর্গানাইজারের পুরস্কার জিতলো সিলেটের ছেলে হিতাংশু দাস ইমন।

মঙ্গলবার (২৫ অক্টোবর)ঢাকার একটি অভিজাত হোটেলে এই পুরস্কার বিতরণী ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।এটি অর্গানাইজড বাই কাজী নাজমুল হাসান সিইও এম এন মাল্টিমিডিয়া।

জ্যোতি প্রেজেন্ট এম এন মাল্টিমিডিয়া এই অনুষ্ঠানে মোট ৩৮ টি ক্যাটাগরীতে পুরষ্কার দেয়া হয়।অনেক জনপ্রিয় তারকা সহ অনেক নতুন মুখদের পুরস্কৃত করা হয়। এই সন্ধ্যাটি যেন অভিনেতা, শিল্পী,মডেল ও ফ্যাশন জগতের মানুষদের মিলনমেলা হয়ে যায়।

৩৮ ক্যাটাগরীর মধ্যে সেরা অর্গানাইজারের পুরস্কার গ্রহণ করে সিলেটের এইচ ডি ইমন।তার হাতে গড়া রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সী তে ব্যতিক্রমী ও দারুণ সব কাজ করায় তাকে পুরস্কৃত করা হয়।তার হাতে পুরস্কার তুলে দেন ষাট দশকের অভিনেত্রী রোজিনা ও বর্তমান সময়ের চিত্র নায়িকা শবনম বুবলী।

এইচ ডি ইমন তার অনুভুতি ব্যক্ত করে বলেন এই পুরস্কার টি আমার জীবনের সেরা একটি অর্জন।এটি আমাকে আমার এজেন্সীর মাধ্যমে ভালো ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।আমাকে আরো চমক দেখানোর স্বপ্ন জুগিয়েছে এই পুরস্কার। সিলেট থেকে শুধু আমি না এরকম অনেকেই যাতে পুরস্কার অর্জন করতে পারে তার জন্য আরো কিছু কাজ করবো সামনে।সিলেটের মিডিয়া জগতকে আরো এক্টিভ করার জন্য কাজ করবো।এছাড়াও তিনি আবেগে আপ্লুত হয়ে বললেন এই পুরস্কারটি শুধু আমার না এটা সিলেটবাসীর অর্জন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930