প্রধানমন্ত্রির দায়িত্ব নিয়েই ঋষি সুনাক যে প্রতিশ্রুতি দিলেন জেলেনস্কিকে
চেম্বার ডেস্ক:: ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের অভিষেক হয়েছে মঙ্গলবার। দায়িত্ব নিয়ে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, ব্রিটেনের ‘অটল সমর্থন’ রয়েছে কিয়েভের প্রতি।
মঙ্গলবার ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ক্ষমতা নেওয়ার পর সুনাক সবার আগে বিদেশি নেতাদের মধ্যে জেলেনস্কির সঙ্গে প্রথম ফোনে কথা বলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছিলেন— ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের সমর্থন যেমন ছিল, তার প্রধানমন্ত্রিত্বের আমলেও সে রকম শক্তিশালী সমর্থন থাকবে।
সুনাকের একজন মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি সুনাকের সরকার থেকেও অব্যাহত সংহতি আশা করতে পারেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেন ঋষি সুনাক। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানান রাজা। এর পর বাকিংহ্যাম প্যালেসের ১৮৪৪ রুমে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি। রাজার আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ করেন তিনি।
৪২ বছর বয়সি ঋষি যুক্তরাজ্যের ইতিহাসে ৫৭তম প্রধানমন্ত্রী। গত দুই শতকের মধ্যে সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রীও তিনি। তা ছাড়া প্রথম সাদা চামড়াবিহীন ও প্রথম এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
সূত্র: এএফপি