বন্যা পরবর্তী পুনর্বাসনে সিলেট অঞ্চলে রেডক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে : নাসির খান
কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বিগত দু’দফা ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
বিশেষ করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কানাইঘাট উপজেলা সহ আরো কয়েকটি উপজেলার শত শত পরিবারকে ভয়াবহ বন্যার সময় ব্যাপক হারে খাদ্য সামগ্রী বিতরণ, হাইজিন সামগ্রী সহ নানা ধরনের সামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের লক্ষ্যে ঘর-বাড়ি মেরামত সহ আর্থিক ভাবে সহযোগিতা প্রদান অব্যাহত রাখায় নাসির উদ্দিন খান রেডক্রিসেন্টের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত কানাইঘাট উপজেলার সাড়ে ৯ শতাধিক পরিবারের মধ্যে নগদ ৪ হাজার ৫ শত টাকা অর্থ সহায়তা প্রদান এবং সবজি বীজ বিতরণ উপলক্ষ্যে পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট অঞ্চলে রেডক্রিসেন্টের পুর্নবাসন কার্যক্রম সহ বিগত বন্যায় ব্যাপক হারে ত্রাণ সামগ্রী বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় নাসির উদ্দিন খান রেডক্রিসেন্ট কার্যনির্বাহী পরিষদের সদস্য মস্তাক আহমদ পলাশের ভূয়সী প্রশংসা করেন।
রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে ও যুব রেড-ক্রিসেন্টের সদস্য নাজিম খানের পরিচালনায় অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য ও নবনির্বাচিত সিলেট জেলা পরিষদ ১২নং ওয়ার্ড সদস্য মস্তাক আহমদ পলাশ, রেড-ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যনির্বাহী সদস্য সুয়েব আহমদ, উপ-পরিচালক আব্দুস সালাম, কানাইঘাট পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, রেডক্রিসেন্টের আজীবন সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ। উপস্থিত ছিলেন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন সহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য মস্তাক আহমদ পলাশ সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এছাড়া রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল সহ ইউনিটের নেতৃবৃন্দ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদ সদস্য মস্তাক আহমদ পলাশ জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।