সিলেট স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে কামরুল জায়গীরদারের অভিনন্দন
ডেস্ক রিপোর্ট : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগর নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। কেন্দ্র ঘোষিত নতুন কমিটির নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম শক্তিশালী ও সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এক বিবৃতিতে কামরুল হুদা জায়গীরদার বলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক সম্প্রতি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির, মহানগর আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সকল নেতৃবৃন্দ মাঠের পরিক্ষিত কর্মী হিসেবে তাদের মাধ্যমে সিলেটে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম সুসংহত হবে বলে আমি মনে করি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দকে জোরালো ভুমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। বিজ্ঞপ্তি