এমসি কলেজ ছাত্রাবাস থেকে শিবির সন্দেহে ৫ জনকে গণধোলাই,৩ জনকে পুলিশে দিলো ছাত্রলীগ
চেম্বার প্রতিবেদক:: সিলেট এমসি কলেজের ছাত্রাবাস থেকে শিবির কর্মী সন্দেহে ৫ শিক্ষার্থীকে ধাওয়া করে গণধোলাই দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আহত অবস্থায় ২ জন পালাতে সক্ষম হলেও ৩ জনকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
রবিবার গভীর রাতে তাদের ধাওয়া করে গণপিটুনি দেয় ছাত্রলীগ ও পরে ৩ জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃত শিক্ষার্থীরা হলেন ফয়সল আহমদ,জহিরুল ইসলাম ও আশিক উল্লাহ।
এ সময় হাফিজ আব্দুর রহীম ও ইমদাদুল হক আহত অবস্থায় পালাতে সক্ষম হন।
ছাত্রলীগ সুত্রে জানা গেছে, এমসি কলেজ হোস্টেলে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করে হোস্টেল শিবির কমিটিসহ এমসি কলেজ শাখার শিবিরের বিভিন্ন উপ কমিটি গঠন করছে। এমন আঁচ পেয়েই ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের দ্বায়িত্বশীল কয়েকজন নেতাকর্মীকে ধাওয়া করে গণধোলাই দেয় ও ৩ জনকে পুলিশে সোপর্দ করে।
শাহপরাণ থানার ওসি আখতার হোসেন জানান, গভীর রাতে ছাত্রলীগের কর্মীরা পাঁচ শিবির কর্মীকে ধাওয়া করে উত্তম মাধ্যম দেয়, এ সময় ২ জন পালিয়ে গেলেও ৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করে। আনুষ্ঠানিক অভিযোগ পেলে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।