জাতীয় পরিচয় নিবন্ধন আইনের খসড়া নীতিগত অনুমোদন
চেম্বার ডেস্ক:: জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২২-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে মন্ত্রিসভা আইনটি রিভিউ করে আবারও উপস্থাপন করতে বলেছে।
এ জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে রিভিউ করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নিবন্ধন আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিব জানান, আইনটি না হওয়া পর্যন্ত বিদ্যমান আইনে জন্মনিবন্ধন করা যাবে।