সর্বশেষ

» জীবন মানেই সহজ কিংবা কঠিন পথে চলা || মবরুর আহমদ সাজু

প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০২২ | বুধবার

মবরুর আহমদ সাজু: 

জীবনের পথে হাটতে হাটতে রঙ্গিন স্বপ্ন গুলো এখন ক্লান্ত।
কখনো একা হেটে কখনো’বা মিছিলে-
তবুও আমি ক্লান্ত হইনি
তবুও আমার স্বপ্ন গুলো ক্লান্ত হয়েগেছে-
চারদিকের অবয়ব দেখে?

আমি নির্বোধের মতো চেয়ে থাকি আকাশ পানে-
কখনো আবারও জেগে উঠবে নতুন স্বপ্নের জোয়াড়।

এই উৎপীড়িত দুপুরে পরম্পরা যখন বেহিসেবে ব্যস্ত
তারুন্যে তখন জীবনের নানান রঙয়ের আস্ফালনে ঘুরছে।

তাই তো বলি,জীবন মানেই নানান বৃত্তে বন্দি
জীবন মানেই সহজ কিংবা কঠিন পথে চলা।

আমি অবাক চোখে থাকিয়ে দেখি
তারুন্যের স্বপ্নগুলি সহজ থেকে কঠিন!

জীবনের পথে হাটতে হাটতে রঙ্গিন স্বপ্ন গুলো এখন ক্লান্ত।
কখনো একা হেটে কখনো’বা মিছিলে।
রঙ্গিন স্বপ্নগুলো এখন ভিন্নপন্থায় ডাকছে…

আমি এই সমাজের লোক-
আমার স্বপ্নগুলোর যেন প্রতারনা না করে!
নতুন স্বপ্নের আভায় আবার ভরপুর হউক নতুন দুনিয়া।
সেই প্রত্যাশায়…

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728