কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন আওয়ামীলীগ নেতা মস্তাক আহমদ পলাশ
কানাইঘাট প্রতিনিধি :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কানাইঘাট উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ র্যাড ক্রিসেন্ট সোসাইটির কার্য নির্বাহী কমিটির সদস্য আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১২নং ওয়ার্ড থেকে সদস্য পদপ্রার্থী মস্তাক আহমদ পলাশ। গত মঙ্গলবার তিনি জকিগঞ্জ উপজেলার কাজলসা ইউনিয়নের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন বিকেলে কানাইঘাট পৌরসভার রায়গড় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি আরো কয়েকটি মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সবার সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন সরকারের কঠোর নির্দেশের কারনে কানাইঘাটের ন্যায় সারাদেশে শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কানাইঘাটের ৩৫টি পূজা মন্ডপে সরকারি ভাবে অনুদান প্রদান করা হয়েছে। ইতি মধ্যে বেশ কিছু মন্ডপে গভীর নল কূপ স্থাপন ও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে উন্নতমানের তাবু ছামিয়ানা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও তার পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের জন্য যে কোন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। মোস্তাক আহমদ পলাশ আরো বলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার অসুস্থতার কারনে পূজা মন্ডপ পরিদর্শনে না আসলেও আপনাদের সার্বক্ষনিক খোঁজ খবর সহ শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের সহ-সভাপতি মাস্টার সলিল চন্দ্র দাস, সাধারন সম্পাদক রিংকু চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারন সম্পাদক অলক চক্রবর্তী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা সেলিম চৌধুরী, ইকবাল আহমদ, পৌর হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল দাস, বিপ্লব কান্তি দাস অপু সহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।