ওমরাহ ভিসার মেয়াদ বাড়াল সৌদি
চেম্বার ডেস্ক:: ওমরাহ ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব। এক মাস থেকে বাড়িয়ে মেয়াদ তিন মাস করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী তাওফিগ আল রাবেয়াহ এই ঘোষণা দেন।
উজবেকিস্তানের মন্ত্রীদের সাথে বৈঠকের পর এক বিবৃতিতে হজ মন্ত্রী জানান, ওমরাহ পাল করতে যাওয়া সব দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন।
আজ সোমবার খালিজ টাইমসে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ভিসার মেয়াদ কম থাকায় প্রতি বছরই ওমরাহ করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। বিশ্বের দেশের লাখ লাখ মানুষের কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী তাওফিগ আল রাবেয়াহ।
তিনি বলেন, ওমরাহ ও হজ করতে যাওয়া মুসল্লীদের জন্য সর্বোচ্চ সুবিধা দেয়ার চেষ্টা করছে দেশটি। ভিসা জটিলতা সংক্রান্ত নানা ধরণের অসুবিধার বিষয়েও সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।