সাবেক ছাত্রনেতা মতছিরের ফার্মেসীতে হামলা: মহানগর ছাত্রদলের নিন্দা
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম মতছিরের ব্যবসা প্রতিষ্ঠানে যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্থি দাবী জানান তারা।
শুক্রবার এক বিবৃতিতে মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, গত বুধবার নগরীর মেডিকেল রোড এলাকার শাপলা ফার্মেসীতে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। কোন ধরনের উস্কানী ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই সরকারদলীয় সন্ত্রাসীরা সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহিম মতছিরের ব্যবসা প্রতিষ্ঠানে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সারাদেশে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা-মামলা ও নৈরাজ্যের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। অবিলম্বে এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থি নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি