সর্বশেষ

» জাতিসংঘের ৭৭তম অধিবেশন ১৯ বারের মতো বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: হত্যা নির্যাতনের পর মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত, করোনা পরবর্তী অবস্থা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতির নানান দিক তুলে ধরে এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর এর মাধ্যমে ১৯তম বারের মতো বাংলায় ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে যা সবচেয়ে বেশি। ৭৭তম অধিবেশনে যোগ দিতে আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনার পর পরই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। এর প্রভাব বিশ্বজুড়ে জ্বালানির সংকট, অর্থনীতির মন্দার কবলে বিশ্বের বিভিন্ন দেশ। দারিদ্রের হার বাড়ছে প্রতিনিয়তই। এমন এক প্রেক্ষাপটে বিশ্বনেতাদের সম্মিলনী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশ বসেছে যুক্তরাষ্ট্রে। যেখানে যোগ দিতে এরই মধ্যে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের রানীর শেষকৃত্যে অংশ নিয়ে ১৯ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক পৌঁছাবেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, করোনা মোকাবিলার ক্ষেত্রে

এক এক দেশ উন্নত বিশ্বে এককভাবে মোকাবিলা করছে অনেক সক্ষমতার সঙ্গে। অনুন্নত দেশ সেটা করতে পারছে না। সেই জায়গাটা যেন সুসম সংঘবদ্ধভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়টা আমরা জানাব।

অধিবেশনে থাকবে বিভিন্ন সাইড লাইন বৈঠক।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728