অস্ট্রেলিয়া গভর্নমেন্টের ফেডারেল পুলিশ হতে সনদ পেলেন এসআই (নিরস্ত্র) আব্দুল মন্নান
চেম্বার ডেস্ক:: অস্ট্রেলিয়ান গভর্মেন্ট এর ফেডারেল পুলিশ কর্তৃক আয়োজিত International cybercrime fundamentals এর সাইবার সেইফটি এশিয়া প্রোগ্রাম, সেপ্টেম্বর -২০২২ অনলাইন ভিত্তিক এ প্রোগ্রামে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত হয়ে সনদ অর্জন করেছেন এসআই (নিরস্ত্র) আব্দুল মন্নান।
উক্ত ট্রেনিং এ অংশগ্রহণ করে নির্ধারিত বিষয় ইন্ট্রোডাকশন অব সাইবার ক্রাইম, ইলেকট্রনিক এভিডেন্স এন্ড টেকনোলজি অ্যাওয়ারনেস,ইন্টারনেট ফান্ডামেন্টালস, নেটওয়ার্কিং এসেনশিয়ালস, সাইবার ক্রাইম টাইপস এন্ড থ্রেট অ্যাক্টরস, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ক্রিপ্টোকারেন্সি, ডার্ক ওয়েব এবং ইনভেস্টিগেশন কনসিডারেশন এন্ড কনসেপ্টস এ নয়টি পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশ হতে এ সনদ পেলেন সিলেট জেলা পুলিশের এসআই (নিরস্ত্র) আব্দুল মন্নান। ট্রেনিং লব্ধ এ জ্ঞান তিনি মানুষের কল্যাণে ব্যয় করতে চান।