এমসি কলেজ ছাত্রাবাস থেকে শিবির সন্দেহে তিনজনকে পুলিশে দিলো ছাত্রলীগ
চেম্বার প্রতিবেদক:: সিলেট এমসি কলেজের ছাত্রাবাস থেকে শিবির কর্মী সন্দেহে ৩ শিক্ষার্থীকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার গভীর রাতে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃত তিন শিক্ষার্থী হলেন- ফয়সল আহমদ, জহিরুল ইসলাম এবং হাফিজ আব্দুর রহিম।
ছাত্রলীগ সুত্রে জানা গেছে, এমসি কলেজ হোস্টেলে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করে হোস্টেল শিবির কমিটিসহ এমসি কলেজ শাখার শিবিরের বিভিন্ন উপ কমিটি গঠন করছে। এমন আঁচ পেয়েই ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের দ্বায়িত্বশীল কয়েকজন নেতাকর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
শাহপরাণ থানার ওসি আখতার হোসেন জানান, গভীর রাতে ছাত্রলীগের কর্মীরা তিন শিবির কর্মীকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। আনুষ্ঠানিক অভিযোগ পেলে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।