কুয়েতে বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা
চেম্বার ডেস্ক:: করোনা সংক্রমণের দিক থেকে বাংলাদেশসহ ৩১টি দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে এসব দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত সরকার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এসব দেশ থেকে অনির্দিষ্টকালের জন্য বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন কুয়েতের বেসামরিক বিমান পরিবহন অধিপ্তরের মহাপরিচালক।
এছাড়া কুয়েত ভ্রমণের আগের ১৪ দিনে এই দেশগুলোতে অবস্থান করবেন তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এই তালিকায় বাংলাদেশ, ভারত, চীন, ব্রাজিল, কলম্বিয়া, সিরিয়া, স্পেন, শ্রীলংকা, নেপালসহ আরও অনেক দেশ।
শনিবার থেকে ৩০ শতাংশ ধারণক্ষমতা নিয়ে চালু হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর।
কুয়েত করোনায় মোট আক্রান্ত ৬৭ হাজার ৪৪৮ জন এবং মৃতের সংখ্যা ৪৫৩ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫৮ হাজার ৫২৫ জন মানুষ।