সর্বশেষ

» দৈনিক শুভ প্রতিদিন’র নতুন অফিস উদ্বোধন

প্রকাশিত: ১৬. আগস্ট. ২০২২ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: সিলেটের দৈনিক শুভ প্রতিদিনের নতুন অফিস উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নেহার মার্কেটের ৪র্থ তলায় নতুন অফিসের ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
শুভ প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক সরওয়ার হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ফয়ছল আহমদ মুন্নার পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইমজার সাধারণ সম্পাদক মারুফ আহমদ, মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, পত্রিকা এজেন্ট আলমগীর এন্টার প্রাইজের পরিচালক ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক শুভ প্রতিদিন সূচনালগ্ন থেকেই সত্য প্রকাশে আপোষহীন। ইতিমধ্যে পত্রিকাটি সফলাতার সাথে ১০ বছরে পদার্পন করেছে। বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ, সততা, নিষ্ঠা, অসাম্প্রদায়িকতা, জনকল্যাণ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পথচলা অব্যাহত রেখেছে সিলেটের পাঠকপ্রিয় দৈনিকটি। আগামীতেও তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আনন্দ সরকার, শুভ প্রতিদিনের সাহিত্য সম্পাদক খালেদ-উদ দীন, সহাকারি বার্তা সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, দৈনিক প্রতিদিনের সংবাদের সিলেট ব্যুরো আহমেদ জামিল, শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শেখ আব্দুল মজিদ, মবরুর আহমদ সাজু, আবু বক্কর, জাহিদ উদ্দিন, কামরুজ্জামান রুহিন, সিনিয়র ফটো সাংবাদিক শাহ মো. কয়েছ আহমদ, বাবর জোয়ারদার, জৈন্তাপুর প্রতিনিধি এমএ রুহেল, কবি ও লেখক আল আমিন, জাগ্রত সিলেটের কম্পিউটার ইনচার্জ মিজানুর রহমান, শুভ প্রতিদিনের কম্পিউটার ইনচার্জ মো. মিলন তালুকদার, অফিস সহকারি শামীম আহমদ।
শুরুতেই এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728