সর্বশেষ

» সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বার্তা বাজারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৩আগস্ট) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

বার্তা বাজার সিলেট জেলা করেসপন্ডেন্ট মো.সাইফুল ইসলাম এর সঞ্চালনায় ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক আল আজাদ।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আল আজাদ বলেন,সাংবাদিকতা দায়বদ্ধতার জায়গা।যা পেলেন তা প্রকাশ করার নাম সাংবাদিকতা নয় বরং তথ্য হাতে আসার পর সেগুলোকে যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত।তিনি বলেন,বার্তা বাজার গণমাধ্যম হিসেবে ১০ম বর্ষে পদার্পণ করছে এটি চাট্টিখানি কথা নয়। বার্তা বাজারের এই দীর্ঘ পথচলায় অনেক অনেক শুভ কামনা। সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন,সময় এখন অনলাইন গণমাধ্যমের।এজন্য আমাদের আরও সচেতন ও সতর্ক থাকা উচিত।আমার বিশ্বাস,বার্তা বাজার জনগণের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে বার্তা বাজারের জন্য নিরন্তর শুভ কামনা। পথচলা আরো সুন্দর হোক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এস এম পি)’র সদ্য পদোন্নতি প্রাপ্ত উপ-পুলিশ কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের,সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার জাবেদ মাহমুদ,সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী,৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ,ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি মো.সিকান্দার আলী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাব এর সভাপতি ও চ্যানেল আই’র ক্যামেরা পারসন সুবর্ণা হামিদ,বিশিষ্ট সমাজকর্মী ফারমিস আক্তার, আজকের সিলেট এর প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদার,যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা মাসুদুর রহমান মাসুদ ।

উপস্থিত ছিলেন,সিলেট অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল মুহিত দিদার,সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু,সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দীপন,ঢাকা পোস্ট এর সিলেট করেসপন্ডেন্ট মাসুদুর রহমান রনি,এনটিভি ইউরোপ এর ক্যামেরা পারসন রুহিন আহমদ,সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌস মিয়া, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য আবু জাবের,আব্দুল হাসিব,আলমগীর আল, ছাতক অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মোশাররফ হোসেন,সদস্য সচিব তানভীর আহমদ জাকির এবং নগর নিউজ এর স্টাফ রিপোর্টার মো.ফয়জুল ইসলাম,রাশেদুল করিম মান্না প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031