সর্বশেষ

» কানাইঘাটে সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি নিউ ইয়র্কের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১১. আগস্ট. ২০২২ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত কানাইঘাট প্রবাসীদের নিয়ে গঠিত “কানাইঘাট সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি”র উদ্দ্যেগে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার অসহায় ৩ শতাধিক পরিবারের মধ্যে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমান, লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির চেয়ারম্যান তমিজ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপির চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউপির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ি ইউপির চেয়ারম্যান আবু বক্কর, কানাঘিাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলর বিলাল উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, কানাইঘাট সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি নিউ ইয়র্কের নেতৃবৃন্দের পক্ষে কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এ অর্থ সহায়তা উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে। অনুদান প্রদান কালে নেতৃবৃন্দ বলেন, বিগত দু’দফা বন্যার সময় বিশে^র বিভিন্ন দেশে অবস্থানরত কানাইঘাটের প্রবাসীরা যে ভাবে বন্যা দূর্গতদের পাশে খাদ্য ও নগদ অর্থ সহায়তা নিয়ে সহযোগিতা করেছেন তাহা দৃষ্টান্ত হয়ে থাকবে। যুক্তরাষ্ট্রের নিউওয়ার্কে বসবাসরত কানাইঘাট বাসীর সংগঠন সোস্যাল ওয়েলফেয়ার নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়ে সহযোগিতা করায় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান সবাই।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31