জনতা ব্যাংক লিমিটেড-এর ৫ জন কর্মকর্তার অবসর গমন উপলক্ষে সংবর্ধনা
চেম্বার ডেস্ক:: জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ বলেছেন, বিদায় শব্দটিই একটি অন্যরকম অনুভূতি। বিদায় মানেই বিশাল শূন্যতা সৃষ্টি হওয়া। কিছু কিছু বিদায় আমাদেরকে কাঁদায়, কিছু কিছু বিদায় আমাদেরকে অনুপ্রাণিত করে। আমাদের ব্যাংকের ৫ জন অভিজ্ঞ কর্মকর্তার একসঙ্গে অবসরে যাওয়া ব্যাংকের জন্য বিরাট ক্ষতি। এই শূন্যতা পূরণে আমাদের কর্মকর্তাদেরকে দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। এ ক্ষেত্রে আমাদের বিদায়ী দক্ষ ৫ জন কর্মকর্তার আন্তরিকতা ও দক্ষতা আমাদের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে।
জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের পাঁচজন সিনিয়র অফিসার স্বেতা ভট্টাচার্য, সীমা রানী ভট্টাচার্য, তৃপ্তি পুরকায়স্থ, দীপা চৌধুরী, নিরজ্ঞন দেব-এর অবসর গমন উপলক্ষে বিভাগীয় কার্যলয়, সিলেট এ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত বুধবার বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ নূরুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ এহতেশাম জলিল, সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক শাহাদাত হোসেন সরকার। সভায় আরো বক্তব্য রাখেন ফরেন এক্সেঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক দেবাশীষ দেব, জিন্দাবাজার কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক মাধব রাম পাল, শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন, জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কার্য্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মনির আহমেদ, কাজীটুলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ছয়ফুল আলম চৌধুরী, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভাশীস চক্রবর্তী, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন, জালালাবাদ শাখার ব্যবস্থাপক পীযুষ কান্তি বর্মণ, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আব্দুর রহমান, কুমারগাঁও শাখার ব্যবস্থাপক দীপিকা রহমান, শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক সালমা খন্দকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান, পবিত্র কোরআন পাঠ করেন বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ নুরুল হুদা, পবিত্র গীতা পাঠ করেন বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার করুণাময় চন্দ। সভা শেষে বিদায়ী কর্মকর্তাদের ক্রেস্ট ও প্রীতি উপহার প্রদান করা হয়।