সর্বশেষ

» পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-কে মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক::সিলেট জেলা পুলিশ সুপার মোহম্মদ ফরিদ উদ্দিন পিপিএম (এডিশনাল ডিআইজি)-কে বিদায় সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ।

বুধবার (১০ আগস্ট) বিকেলে মাছিমপুরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনাকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব ও অহংকার। পুলিশ বিভাগসহ অন্যান্য পর্ষদে নিষ্ঠাবান, আদর্শবান, ন্যায় পরায়ন, ঘুষ দুর্নীতি মুক্ত জনবান্ধব হিসেবে অগনিত ব্যক্তি রয়েছে। তাদের আচরণ দেখে এমনিতেই তাদের প্রতি মানুষের শ্রদ্ধার কমতি থাকে না। বক্তারা তার সুন্দর আগামীর জন্য শুভ কামনা জানান।

সিলেট জেলা ইউনিটের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কমান্ডের আহবায়ক আংশুমান দত্ত অঞ্জনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশ সুপার মোহম্মদ ফরিদ উদ্দিন পিপিএম (এডিশনাল ডিআইজি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক, কানাইঘাট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজমুল হক, সদরের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, সিলেট মহানগরের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম আলী, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, ৭১ এর ঘাতক দালার নির্মুল কমিটি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সবুজ, সন্তান কমান্ডের আহবায়ক মনোজ কপালী মিন্টু, যুগ্ম আহবায়ক জাকারিয়া চৌধুরী জাকি, সদস্য সচিব এম এইচ পাভেজ বিশ্বাস, সদস্য ডিপজল পাত্র।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭১’র ঘাতক দালাল নিমুল কমিটি মহানগরের কিশোর কুমার কর, মনোরঞ্জন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী পরিবারের পক্ষে কাবুল আহমদ শাহ প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031