তুরাগে ভাঙারি দোকানে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনের মধ্যে ৭ জনের মৃত্যু
চেম্বার ডেস্ক:: রাজধানীর তুরাগে একটি ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৮ জনের মধ্যে ৭ জনই মারা গেছেন। বাকি একজনের অবস্থাও আশাঙ্কাজনক।
সবশেষ মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মারা যান মো. শরিফুল ইসলাম (৩২)। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন।
উল্লেখ্য, গত শনিবার (৬ আগস্ট) উত্তরার কামারপাড়া এলাকায় একটি ভাঙারি দোকানে বিস্ফোরণ হয়। এতে পাশের রিকশার গ্যারেজে থাকা আটজন দগ্ধ হন।