সর্বশেষ

» জকিগঞ্জে সিলেট জেলা রোভার স্কাউটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০২২ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক::  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে রোভারিং কার্যক্রম চালু করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র জারির প্রেক্ষিতে জকিগঞ্জে সিলেট জেলা রোভার স্কাউটের উদ্যোগে
কলেজ ও মাদ্রাসা প্রধানগণের সাথে রোভার স্কাউট বিষয়ক মতবিনিময় সভা গতকাল ৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সালের সভাপতিত্বে মত বিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা রোভার কমিশনার ও বিশিষ্ট সমাজসেবী ডাঃ শাহ জামান চৌধুরী বাহার।
উপজেলা স্কাউটের সম্পাদক সিতাংশু বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সিলেট আঞ্চলিক স্কাউটের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, রোভার অঞ্চলের উপ আঞ্চলিক কমিশনার মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক মোঃ মুবাশ্বির আলী, জেলা স্কাউটের সহ সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জকিগঞ্জ উপজেলা স্কাউট কমিশনার বিশ্বজিৎ রায়, রোভার লিডার ও হাফসা মজুমদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নিয়াজুর রহমান প্রমুখ।
বক্তাগন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রোভারিং কার্যক্রমের কার্যকারিতা তুলে ধরেন এবং বন্যা ও অগ্নিকান্ড সহ যে কোন দুর্যোগ মোকাবেলা, হজ্জ কার্যক্রম ছাড়াও বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে রোভারদের অগ্রণী ভূমিকা পালনের দৃষ্টান্ত তোলে ধরেন।
সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মত অবিলম্বে জকিগঞ্জের প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রোভার দল গঠন ও নিয়মিত ফি আদায়, ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন সহ উপজেলা স্কাউট অফিস নির্মাণের জন্যও সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রোভার অঞ্চলের পক্ষ থেকে উপজেলা স্কাউট সভাপতিকে রোভার রেপ্লিকা প্রদান করা হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728