কানাইঘাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
কানাইঘাট প্রতিনিধি :
সারাদেশের ন্যায় সিলেটের কানাইঘাট উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০০২ এর বালক-বালিকা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বিকেল ২টায় প্রথমে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে বালিকা পর্যায়ে ফাইনাল খেলায় লক্ষীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে নয়াফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে হারিয়ে উপজেলা পর্যায়ে এবং বালক পর্যায়ে ৫নং বড়চতুল ইউনিয়নের মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ১-০ গোলে রাজাগঞ্জ ইউনিয়ন ফালজুল পুরাতন বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে মাঠে উপস্থিত থেকে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে মেডেল ও ট্রপি তোলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার গোপাল সূত্রধর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল ইসলাম হারুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।