সর্বশেষ

» প্রবাসী নেতৃবৃন্দের সাথে পশ্চিম গৌরীপুর ডেভেলপমেন্ট ফোরামের মতবিনিময় সভা

প্রকাশিত: ৩১. জুলাই. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: প্রবাসীরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধির অন্যতম সহায়ক শক্তি। তাদের প্রেরিত রেমিট্যান্সের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। প্রবাসীরা যেভাবে ব্যক্তিগতভাবে দেশের কল্যাণে কাজ করে থাকেন, তেমনই বিভিন্ন সামাজিক সংস্থা কিংবা প্রতিষ্ঠানের মাধ্যমেও উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। মানবতার সেবায় নিবেদিত ব্যক্তিবর্গ এবং প্রবাসীদের মধ্যে আন্তরিক মেলবন্ধন সৃষ্টির মাধ্যমে যেকোনো এলাকার সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব।
পশ্চিম গৌরীপুর ডেভেলপমেন্ট ফোরাম (পিজিডিএফ), বালাগঞ্জ-এর উদ্যোগে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। গত শনিবার (৩০ জুলাই, ২০২২ খ্রি.) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সেন্টার ফর ইনফরমেশন এ্যান্ড মাস মিডিয়া (সিফডিয়া) মিলনায়তনে ফোরামের আহবায়ক এস এম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সহসভাপতি ও আল ইসলাহ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল।
ফোরামের সদস্যসচিব মোঃ লায়েক মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা নজরুল হোসেন চৌধুরী কয়েস, হেলাল রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবদুল হামিদ এবং গীতা থেকে পাঠ করেন সঞ্জয় কুমার দাস। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিমান-বাংলাদেশ-এর সাবেক ম্যানেজার এডভোকেট ফখরুল হোসেন চৌধুরী, সাংবাদিক আবদুল বাতিন ফয়সল, মোঃ শামসুল আলম রফু, মোঃ শাহিন রহমান, আজিম উদ্দিন, হেলাল মিয়া, বুরহান উদ্দিন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী শাহজাহান মিয়া, আব্দুল মুহিত দিদার, আব্দুশ শহীদ, জুনেদ আহমদ, আব্দুল হাকিম, জাকির আহমদ প্রমুখ। মতবিনিময় সভায় বালাগঞ্জ উপজেলার গৌরীপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নের পাশাপাশি দেশে-বিদেশে অবস্থানরত বালাগঞ্জবাসীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031