সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
চেম্বার ডেস্ক::
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ হয় নব গঠিত সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) নেতৃবৃন্দ। রোববার(৩১ জুলাই) বিকেল ৪টায় সিলেট জেলা প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও নব গঠিত সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ নিয়ে আলোচনা করেন।
এতে উপস্থিত ছিলেন – সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সহ সম্পাদক সৈয়দ রাসেল, ইউসুফ আলী, সৈয়দ সুজন ও মিঠু দাস, নব গঠিত সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলীনা আক্তার চৌধুরী, সভাপতি সুবর্ণা হামিদ, সহসভাপতি অমিতা সিনহা, সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো, দপ্তর সম্পাদক ফাইজা রাফা ও সদস্য শ্রাবনী দাস প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ জুলাই সিলেটের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে গঠিত হয় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব।