সর্বশেষ

» ইসলামী জ্ঞানে উজ্জীবিত হয়ে সমাজকে আলোকিত করতে হবে: গোলজার আহমদ হেলাল

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২২ | শনিবার

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট : সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল ইসলামী জ্ঞানে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজকে আলোকিত করতে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন, ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির জন্য আল কুরআনের শিক্ষা অপরিহার্য। কোরআনের জ্ঞান হচ্ছে মৌলিক শিক্ষা, ওহীর জ্ঞান। এ জ্ঞান বুকে ধারণ করে ছাত্র -ছাত্রীদের ভবিষ্যত জীবন পথ রচনা করতে হবে। তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের মুসলিম মনীষী, ইসলামী চিন্তাবিদ ও স্কলার হয়ে গড়ে ওঠে যুগোপযোগী সমাজ পরিবর্তনে এগিয়ে আসার আহবান জানান।

গোলজার আহমদ হেলাল বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী হাটগ্রাম নগর-ডেংরী মাদ্রাসার মহিলা মিশকাত জামাতের শিক্ষার্থীদের কিতাব প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদ্রাসার মুহতামীম আলহাজ্জ্ব মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দৈনিক আলোকিত সিলেটের চীফ রিপোর্টর কবি নুরুদ্দিন রাসেল।

মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মুমিনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষক মাওলানা শফিকুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল গফফার, মাওলানা হাফেজ আব্দুল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা জুবায়ের আহমদ, মাস্টার আব্দুল খালিক, শিক্ষিকা সুলতানা বেগম ও মাহবুবা জান্নাত লায়লা।মহিলা মিশকাত জামাতের ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোছাঃবুশরা আক্তার, মোছা রোহামা আক্তার ,মোছা ফারজানা আক্তার, মোছা তামান্না আক্তার,
মোছা নাদিয়া আক্তার নুরা, মোছা ফাতেমা আক্তার (১),মোছা ফাতেমা আক্তার (২), মোছা কুলসুমা আক্তার, মোছা সাবিয়া আক্তার,মোছা ফারহানা আক্তার, মোছা শারমিনা আক্তার, মোছা তাহেরা আক্তার।
সমাবেশে প্রধান অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী শাকির হোসাইন ও তাঁর বোনের প্রদত্ত মিশকাত জামাতের পাঠ্যসূচীভূক্ত কিতাবগুলো উপহার হিসেবে ছাত্রীদের মাঝে প্রদান করেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728