সর্বশেষ

» আগফৌদ নারাইনপুর শাহজালাল সমাজকল্যাণ যুব সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ২৯. জুলাই. ২০২২ | শুক্রবার

চেম্বার প্রতিবেদক:: সিলেটের কানাইঘাট উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের বৃহৎ সামাজিক সংগঠন আগফৌদ নারাইনপুর শাহজালাল সমাজকল্যাণ যুব সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়েছে। এতে দুই হাজারেরও মতো অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

শুক্রবার উপজেলার আগফৌদ নারাইনপুর নতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। Doormeds ও Leeds bangla press club এর সহযোগিতায় এতে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজের ১১ জন এমবিবিএস ডাক্তার নিয়ে এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের মানুষ ভিড় করেন।
আগফৌদ নারাইনপুর শাহজালাল সমাজকল্যাণ যুব সমিতির সভাপতি আব্দুশ শহীদ বলেন,আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক এলাকার মানুষকে এবং নিজ এলাকার মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা এবং মানুষের মধ্যে জনসচেতনতা তৈরী করা। তিনি বলেন, আমাদের এ কার্যক্রম প্রতি বছর অব্যাহত থাকবে। এছাড়া আমরা এবারের স্মরণকালের ভয়বহ বন্যায় অসহায় বন্যাদুর্গতের পাশে দাড়িয়েছি সাধ্যমত।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031