শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের: মন্ত্রিপরিষদ সচিব
চেম্বার ডেস্ক:: কেন্দ্রীয়ভাবে নয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
প্রতিবছর ৮ই আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব দিবস পালনের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসাথে স্থানীয় সরকার আইনের খসড়ার নীতিগত অনুমোদনও দেয়া হয়েছে। সংশোধিত এই আইনে বলা হয়েছে, মেয়াদ শেষের তিনমাস আগে নির্বাচন করতে হবে।
বৈঠকে ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালার খসড়ার অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। এতে বলা হয়, রাষ্ট্রীয় ও সামরিক কাজ ছাড়া যেকোন ক্ষেত্রে ড্রোন ওড়াতে গেলে অনুমতি লাগবে।
এর আগে, সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।