কানাইঘাটে রেড ক্রিসেন্টের উদ্যোগে খাদ্য সামগ্রী ও স্লিপিং বেড বিতরণ
কানাইঘাট প্রতিনিধি:: আকর্ষ্মিক ভয়াবহ বন্যায় ২০২২ এর ক্ষতিগ্রস্থদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে কানাইঘাটে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় সাতবাঁক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব, দিঘীরপার পূর্ব, কানাইঘাট সদর, পৌরসভা ও সাতবাঁক ইউনিয়নের আংশিক এলাকার ৪ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের উদ্যোগে নানা প্রকার খাদ্যসামগ্রী, প্লাষ্টিক বালতি ও স্লিপিং বেড, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট ব্যবস্থাপনা পর্ষদের সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়িব শামীম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান তমিজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা সেলিম চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, আবুল হারিছ, সাতবাঁক ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবান, যুব রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধিবৃন্দ। খাদ্যসামগ্রী বিতরণকালে মস্তাক আহমদ পলাশ বলেন এবারের ভয়াবহ দু’দফা বন্যায় কানাইঘাট উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বন্যা দেখা দেওয়ার পর থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ সিলেট অঞ্চলের বন্যাদূর্গত মানুষের পাশে থেকে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ব্যাপক আকারে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্থ কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকার ঘর-বাড়ী মেরামতে রেডক্রিসেন্টের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণের পাশাপাশি অদ্যাবধি পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে হাইজিন কিটস, খাদ্য সমাগ্রী প্রদান, ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে ঔষধ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে রেডক্রিসেন্ট।