সর্বশেষ

» জৈন্তাপুর যুবদলের কর্মসূচীতে পুলিশ ও যুবলীগের হামলায় জেলা যুবদলের নিন্দা

প্রকাশিত: ২৪. জুলাই. ২০২২ | রবিবার

ডেস্ক রিপোর্ট: যুবদল কেন্দ্রঘোষিত কর্মসূচী পালনকালে গত ১৬ জুলাই শনিবার জৈন্তাপুর উপজেলা যুবদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও যুবলীগ নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা যুবদল নেতৃবৃন্দ। হামলায় জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্থি এবং এই ধরনের অগণতান্ত্রিক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান তারা।
রোববার এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, জৈন্তাপুরে উপজেলা যুবদলের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ ও সরকারদলীয় যুবলীগ নেতাকর্মীদের নগ্ন হামলায় আমরা বিস্মিত। এর পরিনতি ভালো হবেনা। জৈন্তাপুরের শান্ত জনপদকে অশান্ত করার ফল কারো জন্য শুভনীয় হবেনা। ফ্যাসিবাদী সরকার শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচীকে ভয় পায়। কোন উস্কানী ছাড়াই সরকার দলীয় সন্ত্রাসীরা যুবদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীকে আহত করেছে। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যগণ সরকারদলীয় সন্ত্রাসীদের পক্ষ নিয়ে যুবদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের এমন আচরণ কাম্য নয়। এই সরকারই শেষ সরকার নয়। জনতার সরকার প্রতিষ্টিত হলে সকল অপকর্মের জবাব সবাইকে দিতে হবে। অবিলম্বে জৈন্তাপুরে যুবদলের মিছিলে সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থি এবং একই সাথে হামলায় জড়িত কতিপয় অতিউৎসাহী পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728